স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ
কুষ্টিয়ার কুমারখালীতে ফাঁকা বাড়ি থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ঘর থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
স্কুল ছাত্র রাকিবুল(১৪) ওই গ্রামের ব্যবসায়ী সানোয়ার হোসেনের ছেলে ও জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ফুল ব্যবসায়ীর লাশ উদ্ধার
স্বজনরা জানায়, রাকিবুলের পিতা ব্যবসার কাজে বাইরে থাকেন। মা গত রবিবার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। বাড়িতে রাকিব একা ছিলো।
রবিবার রাত ৯টার দিকে রাকিব নিজকক্ষে ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তার চাচী রোজিনা খাতুন তাকে খাবার দিতে গিয়ে শয়নকক্ষ বন্ধ দেখতে পান।
এরপর কয়েকবার ডাকাডাকি ও ঘরের দরজা ধাক্কাধাক্কি করেন। তবুও রাকিবের ঘুম না ভাঙলে পা দিয়ে দরজা খুলে ঘরের ভিতরে যান চাচী রোজিনা। ভিতরে গিয়ে ঘরের বাঁশের আঁড়ার সঙ্গে রশিতে ঝুলতে দেখে চিৎকার করে উঠেন। তবে কি কারণে রাকিব আত্মহত্যা করেছে বা কি ঘটছে তা জানে না স্বজনরা।
রোজিনা খাতুন বলেন, 'সকালে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করি। কিন্তু রাকিবের কোনো সারাশব্দ পাইনি। পরে পা দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ডাবের (আঁড়ার) সঙ্গে ঝুলতেছে।'
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রের এক চাচাতো ভাই বলেন, 'রাকিব সবসময় মোবাইলে গেম খেলতো। চুপচাপ থাকত। কিন্তু কোনদিন প্রেমের কথা শুনিনি। কেউ মেরে ফেললো কি না তা তদন্ত করা দরকার।'
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, 'খবর পেয়ে নিজ ঘর থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।'
আরও পড়ুন: নেত্রকোণায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
২ বছর আগে