কেন্দ্রীয় তহবিল
কেন্দ্রীয় তহবিল থেকে ৩,৪২৮ গার্মেন্টস কর্মী ও পরিবারকে অর্থ প্রদান
শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত তিন হাজার ৪২৮ জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের শ্রম কল্যাণের কেন্দ্রীয় তহবিল থেকে মোট ২১ দশমিক ৬৫ কোটি টাকার সহায়তা দেয়া হবে।
এ তহবিলের উদ্দেশ্য হল চাকরিকালীন সময় যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, আহত শ্রমিকদের চিকিৎসা দেয়া এবং পোশাক শ্রমিকদের মেধাবী সন্তানদের পুরস্কৃত করা।
আরও পড়ুন: শিমুলিয়ায় শুক্রবারও গার্মেন্টস কর্মীদের ঢল
মঙ্গলবার বিকালে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় তহবিলের ১৮তম বোর্ড সভায় তালিকা ও তহবিল অনুমোদন করা হয়।
সহায়তার জন্য তালিকাভুক্তদের মধ্যে বিজিএমইএ-এর ৪৯৫ জন এবং বিকেএমইএর ২৪১ কর্মীকে মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্বজনিত কারণে ১৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা এবং বিজিএমইএ ও বিকেএমইএর দুই হাজার ৪০ কর্মীকে পাঁচ কোটি ৬৮ লাখ ১৬ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেয়া হবে।
এছাড়া শ্রমিকদের ৬৫২ মেধাবী সন্তানকে শিক্ষা সহায়তা হিসেবে এক কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা দেয়া হবে।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, রপ্তানিকৃত পণ্যের মূল্যের ০ দশমিক ০৩ শতাংশ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. এহসান এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক মোল্লা জালাল উদ্দিন ও বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
আরও পড়ুন: বগুড়ায় গার্মেন্টস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ
আশুলিয়ায় গার্মেন্টস কর্মী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
১ বছর আগে