গোলশূন্য ড্র
এশিয়ান গেমস ফুটবল: চীনের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ
চীনের হাংঝু শহরের জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে রবিবার গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে ১৯তম এশিয়ান গেমসের পুরুষ ফুটবল অভিযান দুর্দান্তভাবে শেষ করেছে বাংলাদেশ।
দিনের ড্রয়ে ফিফার ১০৯ তম র্যাঙ্কিংয়ে থাকা চীনের বিপক্ষে তিন ম্যাচ খেলে প্রথমবারের মতো পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ।
আরও পড়ুন: এশিয়ান গেমসে মঙ্গলবার মিয়ানমারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের
১০৮২ সালে দিল্লি এশিয়াডে চীনের বিপক্ষে ০-১ গোলে পরাজয় এবং ২০০২ সালে বুসান এশিয়াডে চীনের বিপক্ষে ০-৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ।
অন্যদিকে দিনের ড্র সত্ত্বেও তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠেছে চীন।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৫-১ গোলে এবং মিয়ানমারকে ৪-০ গোলে হারায় চীন।
বাংলাদেশের তরুণ দল একক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও তাদের পারফরমেন্স ও প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের মনোভাব দলের কোচ ও ফুটবল ভক্তদের মুগ্ধ করেছে।
এর আগে চলতি এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে ০-১ গোলে পরাজিত হওয়ার পর পেনাল্টি গোলে ভারতের কাছে ০-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ।
জাকার্তায় অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান গেমস ফুটবলের নকআউট পর্বে শক্তিশালী কাতারকে হারিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৯: উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ০-৩ গোলে হেরেছে বাংলাদেশ
এশিয়ান গেমসে মঙ্গলবার মিয়ানমারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের
১ বছর আগে
কাতার বিশ্বকাপ ২০২২: গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার
দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ডি-এর ডেনমার্ক ও তিউনিসিয়ার প্রথম ম্যাচটি মঙ্গলবার গোলশূন্য ড্র হয়েছে।
ডেনিসরা ছন্দে ফিরতে কিছুটা সময় নেয় এবং তিউনিসিয়াও কিছু ভাল সুযোগ মিস করে।
আরও পড়ুন: কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: প্রথমার্ধে মেসির গোলে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
ডেনমার্ক প্রাধান্য নিয়ে খেললেও তিউনিশিয়ার দূর্গে কোনও আঘাত হানতে পারেনি। তিউনিসিয়াও বেশ কয়েকবার আক্রমণে যায়, কিন্তু তাতে লাভ কিছু হয়নি।
ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখে ডেনমার্ক শট নিয়েছে ১০টি, অন্যদিকে তিউনিসিয়ার দখলে ছিল মাত্র ৩৮ শতাংশ বল ।
ডেনমার্কের কাসপার সিমিচেল দুর্দান্ত খেলেছে এবং তার প্রতিপক্ষ তিউনিসিয়ার আয়মান দাহমেনও কম যাননি।
শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দু’দলকে। সমান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলো তাদেরকে। গ্রুপে তাদের অবস্থান কি হবে তা দেখার জন্য ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পরবর্তী খেলার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
এটি ছিল ফিফা বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় ড্র এবং প্রথম গোলশূন্য ম্যাচ।
ডেনমার্ক একাদশ: স্মাইকেল, ওয়াস, কেয়ার, ক্রিস্টেনসেন, মাহেলে, হজবার্গ, ডেলানি, এরিকসেন, লিন্ডস্টর্ম, ডলবার্গ।
তিউনিসিয়া একাদশ: দাহমেন, ড্রেগার, ইফা, তালবি, আবদি, স্লিমানে, স্খিরি, মেজব্রি, জাজিরি, স্লিতি, মসকনি।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
২ বছর আগে