নভোএয়ার
নভোএয়ার এর এক দশক পূর্তি
যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের সেরা দশটি ট্রাভেল এজেন্সিকে নভোএয়ার পুরস্কার প্রদান করেছে।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে নভোএয়ার এর দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্ত এজেন্সিগুলো হলো- শেয়ারট্রিপ লিমিটেড, বিফ্রেশ লিমিটেড, গোজায়ান লিমিটেড, এইচআইএস ট্রাভেল লিমিটেড, ট্রিপলাভার লিমিটেড, সায়মন ওভারসিজ লিমিটেড, ফ্লাইট এক্সপার্ট, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশন, ট্রাভেল চ্যানেল ও ট্রাইওটেল ট্রাভেল লিমিটেড।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি বলেন, নভোএয়ার সময়ানুযায়ী ভ্রমণ নিশ্চিত করে দেশের ব্যাবসা-বাণিজ্যের প্রসারে একটি বিশেষ অবদান রাখছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি ফ্লাইট পরিচালনায় ব্যবসা- বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আশা করি, নভোএয়ার সুনাম ধরে রেখে অত্যাধুনিক উড়োজাহাজ সংযোজনের নেটওয়ার্ক বৃদ্ধি করে একটি বিশ্ব মানের এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, নভোএয়ার শতভাগ কমপ্লায়েন্স মেনে ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নভোএয়ার কর্তৃপক্ষ সব সময়ই সচেষ্ট।
আরও পড়ুন: নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
নভোএয়ার এর চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, একটি বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। যাত্রী সেবার মানের ক্ষেত্রে কখনোই আপোষ করেনি। প্রতিনিয়তই চেষ্টা করছি নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করতে।
নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমন নিশ্চিত করাই আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার। নিরাপত্তা ও সেবা, এই দুই মুল মন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকুলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নভোএয়ার এর পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার আরশাদ জামাল বলেন, আমরা সম্মানিত যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজন এর মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও নভোএয়ার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট,যশোর ,সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া যশোর থেকে কক্সবাজার রুটে ও রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি যাত্রী পরিবহন করছে। নভোএয়ার ১০ বছরে ১ লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে সাড়ে ৫৫ লাখেরও বেশি যাত্রী পরিবহন করেছে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
নভোএয়ারের বিশেষ ফ্লাইটে গোহাটি গেল ১৬ ভারতীয়
১ বছর আগে
নভোএয়ার এর ১০ম বার্ষিকী উদযাপন
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সফলভাবে তার ১০ বছর পূর্ণ করেছে। সোমবার (৯ জানুয়ারি)বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নভোএয়ার তার ১০ বছর পূর্তি উদযাপন করছে।
২০১৩ সালের এই দিনে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট শুরু করে নভোএয়ার।
১০ বছর পূর্তি উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এক দশকের যাত্রায় নভোএয়ারের সঙ্গে থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী সহযোগী এবং যাত্রীদের ধন্যবাদ দিয়েছেন।
আরও পড়ুন: নভোএয়ারের বিশেষ ফ্লাইটে গোহাটি গেল ১৬ ভারতীয়
তিনি বলেন,‘বিশ্বমানের পরিষেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সময়মতো ফ্লাইট পরিচালনা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আমাদের দুটি মূলমন্ত্র নিরাপত্তা ও সেবাকে সমান গুরুত্ব দিই।’
তিনি আরও বলেন, ‘নভোএয়ার বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা কাটিয়ে ১০ বছরে এক লাখের বেশি ফ্লাইট পরিচালনা করে ৫ দশমিক ৫ মিলিয়নেরও বেশি যাত্রীদের সেবা দিয়েছে এবং একটি বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন বছরে আমরা আমাদের যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যগুলো সম্প্রসারণের মাধ্যমে উন্নত যাত্রী পরিষেবা নিশ্চিত করা এবং বহরে আরও বিমান সংযোজন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া এটি সরাসরি যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহন করছে।
নভোএয়ার সবসময় নতুন নতুন সেবা যুক্ত করে যাত্রীসেবার মান উন্নয়নে সচেষ্ট থাকে।
যাত্রীদের বিশেষ পরিষেবা প্রদানকারী দেশের প্রথম এয়ারলাইন হিসেবে নভোএয়ার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, নভোএয়ার-ইবিএল কো-ব্র্যান্ডেড প্রিপেইড মাস্টারকার্ড, সহজে টিকিট কেনার জন্য একটি মোবাইল অ্যাপ এবং চেক-ইন প্রক্রিয়াকে ঝামেলাপূর্ণ করতে ওয়েব চেক-ইন-ফ্রি, নভোএয়ার এমটিবি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পরিষেবা চালু করে।
নভোএয়ারকে ২০১৪ সালে সেরা দেশীয় এয়ারলাইন্স, ২০১৯ সালে সেরা দেশীয় এয়ারলাইনস এবং ২০২১ সালে পাক্ষিক ভ্রমণ পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’ সেরা অনটাইম পারফরম্যান্স এয়ারলাইন্সের পুরস্কার দেয়।
আরও পড়ুন: নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
১ বছর আগে
যশোর-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট শুরু ৩০ নভেম্বর
যশোর থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট ৩০ নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। একই সঙ্গে ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের জন্য হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: রাজশাহী-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট শুরু ১৭ নভেম্বর
সরাসরি ফ্লাইটটি যশোর থেকে প্রতি সপ্তাহে বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে। একইভাবে কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে। এই রুটে সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে যাত্রীদের যশোর-কক্সবাজার-যশোর পর্যন্ত রিটার্ন কাপল টিকিট কিনতে হবে। এই অফারে একজন দম্পতির জন্য রিটার্ন টিকিট এবং তিন রাতের জন্য বিনামূল্যে হোটেলে থাকা অন্তর্ভুক্ত। ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিশরগো হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন: নতুন বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট শুরু ২৪ নভেম্বর
সিলেট-শারজাহ্ রুটে বিমানের ফ্লাইট চালু
২ বছর আগে