মাছরাঙা টেলিভিশনে
নিলয় ও সারিকার ‘এক টিকেটে দুই ছবি’
মাছরাঙা টেলিভিশনে ২৫ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘এক টিকেটে দুই ছবি’।
জুয়েল এলিনের রচনা ও ফজলুল সেলিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় ও সারিকাসহ আরও অনেকে।
গল্পে দেখা যাবে, বিয়ের আসর থেকে বিথীকে উঠিয়ে নিয়ে যায় রকি। বিথী এতে খুশি হয়, কারণ পাত্র তার পছন্দ ছিলো না। রকিকে এলাকার বড় ভাই সেলিম পাঠিয়েছে তার প্রেমিকাকে নিয়ে আসতে। রকি ভুল করে নিয়ে আসে বিথীকে।
একই সময় সেলিমের প্রেমিকা বাড়ি থেকে পালিয়েছে। পুলিশে অভিযোগের কারণে সেলিম পালিয়ে বেড়াচ্ছে। বিথী দেখে ভুল মানুষ তাকে তুলে নিয়ে এসেছে। এই অবস্থা পুলিশ বুঝতে পেরে তাদের ধরতে মরিয়া হয়ে ওঠে।
বিথী আর রকি পালাতে থাকে। পুলিশ অবশেষে সেলিম, রকি ও বিথী তিনজনকেই ধরে ফেলে। সেলিমকে দেখে রকি বলে আপনার জিনিস নেন। শুধু আপনার জন্য আমার হাতে হাতকড়া। আমার টাকাপয়সা কিছু লাগবে না। সেলিম পুলিশের কাছে বলে বিথীকে সে চেনে না। বিথী হঠাৎ বলে উঠে সে রকিকে বিয়ে করতে চায়।
এভাবেই এগিয়ে যায় ‘এক টিকিটে দুই ছবি’ নাটকটির গল্প।
আরও পড়ুন: ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ব্যান্ড মিউজিক ফেস্ট
'হয়তো-নয়তো': সময়ের একটি ব্যঙ্গ
আমি কিন্তু হাল ছাড়িনি: নিপুণ
২ বছর আগে