উত্তরপত্র
সিলেটে পুনঃনিরীক্ষণে ৪১ এসএসসি পরীক্ষার্থীর পাস
সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৫১ জনের ফল পরিবর্তন হয়েছে।
এর মধ্যে ৪১ জন ফেল থেকে পাশ করেছেন আর ৩৮ জনের জিপিএ-৫ হয়েছে এবং বাকিদের গ্রেড পরিবর্তন হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে সিলেট শিক্ষাবোর্ড থেকে এই ফল প্রকাশিত হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ পাল জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ১৫১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। যাচাই-বাছাই শেষে ফল প্রকাশিত হয়।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরদিন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে সিলেট বোর্ডে ১১ হাজারের অধিক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
আরও পড়ুন: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে গত বারের চেয়ে ৬ হাজার পরীক্ষার্থী কমেছে
এসএসসি পরীক্ষা: যশোর শিক্ষাবোর্ডের বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত
১ বছর আগে
গাজীপুরে পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিখোঁজ, দুই পরিদর্শক সাময়িক বরখাস্ত
গাজীপুরের টঙ্গীতে একটি পরীক্ষাকেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র নিখোঁজ হওয়ায় দুই পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
পরীক্ষাকেন্দ্রের সূত্র থেকে জানা গেছে যে বৃহস্পতিবার টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে রসায়ন বিভাগের দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়ায় টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রকে এ ঘটনায় জড়ানো হয়।
আরও পড়ুন: পেপার স্প্রে করে জঙ্গি ছিনতাই: আদালতের ৫ পুলিশ সদস্য বরখাস্ত
পরীক্ষাকেন্দ্র সচিব ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া বলেন, ‘যদিও আমার কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৮০ জন, আমরা গণনার সময় ৭৭৯টি উত্তরপত্র পেয়েছি। আমরা ওই পরীক্ষার্থীকে ডেকে তাকে অনুপস্থিত উত্তরপত্র সম্পর্কে প্রশ্ন করি, যার উত্তরে সে বলে যে তার কক্ষের পরিদর্শকদের কাছে উত্তরপত্র জমা দেয়।’
তিনি বলেন, ‘আমরা কর্মকর্তাদের ঘটনাটি জানিয়েছি।’
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, দুই পরিদর্শক আতিউর রহমান ও মনিরা খানমকে তাদের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
রেবেকা বলেন, ‘আমরা ঘটনাটি ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। তারা নিখোঁজ উত্তরপত্র ও পরিদর্শকদের ক্ষেত্রে কী করা যায় তা নির্ধারণ করবেন।’
আরও পড়ুন: খুবির ৩ শিক্ষকের বরখাস্ত-অপসারণ অবৈধ: হাইকোর্ট
বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানি মামলা স্থগিত
২ বছর আগে