বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে জনগণ বাধ্য করবে: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে জনগণ বাধ্য করবে।
শুক্রবার কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে শনিবার কুমিল্লায় অনুষ্ঠিতব্য সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের জানানো হয়।
আরও পড়ুন: বর্তমান ইসির সঙ্গে বিএনপি সংলাপে যাবে না: খন্দকার মোশাররফ
সকাল ১০টায় টাউন হলে সমাবেশ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ বলেন, ব্যাপক দুর্নীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থতা এবং অন্যান্য অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশের জনগণ সরকারকে ‘লাল কার্ড’ দেখাবে।
প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘদিন ধরেই আগামী জাতীয় নির্বাচন কোনো রাজনৈতিক সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার দাবি জানিয়ে আসছে। তবে দাবিটি ক্ষমতাসীন আওয়ামী লীগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।
বিএনপির পক্ষে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ; ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে পুলিশের অভিযানে দলের পাঁচ নেতাকর্মীর মৃত্যু এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে তাদের বিভাগীয় সমাবেশ আয়োজিত হয়ে আসছে।
বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুর রশিদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর আহ্বায়ক উবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ‘বিদেশিদের’ পরামর্শের ওপর নির্ভর করছে না: খন্দকার মোশাররফ
অর্থ পাচার মামলা: সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই গ্রেপ্তার
২ বছর আগে