ছাত্র নিহত
কুমিল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭, অস্ত্র-গুলি জব্দ
কুমিল্লা শাসনগাছা মাইক্রোবাস স্ট্যান্ডে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষের সময় ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা সিটি নির্বাচন: ভোটকেন্দ্রের পাশে গুলিবিদ্ধ ২ জন
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
পুলিশ সুপার জানান, গোলাগুলিতে অর্ণব নিহত হওয়ার ঘটনায় তার মা ঝরনা বেগম ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই কুমিল্লার ভারত সীমান্তবর্তী পাঁচথুবী এবং নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষের সময়ে মূল অস্ত্রধারী ফজলে রাব্বি, মো. সুমন, রাশেদ, কাউছার, খলিলুর রহমান, রিয়াজ ও সোলেমানকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও জানান, সংঘর্ষের ঘটনায় তিনজন শুটারের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও পালিয়ে বেড়াচ্ছে অপর শুটার। তাকে ধরতেও অভিযান চলছে।
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইউপি সদস্য গুলিবিদ্ধ
মিয়ানমার থেকে গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ
৯ মাস আগে
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ম শ্রেণির ছাত্র নিহত
মাগুরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাহারবাগ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেন (১৪) বাহারবাগ গ্রামের সাইদ হোসেনের ছেলে ও সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেনদার আলী জানান, রবিবার সকালে উজ্জল নিজ বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে সুইচবোর্ডে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি আরও বলেন, তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যপারে মাগুরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত
৬ মাসে রেল দুর্ঘটনায় নিহত ১৩১: এসসিআরএফ
১ বছর আগে
সিলেটে ছুরিকাঘাতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নিহত, আটক ২
সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বালাগঞ্জে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্র আতিকুর রহমান (২৫) বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে এবং সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকালে আতিকুর রমান একটি বিদ্যালয়ে ইন্টারভিউ শেষ করে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
এরপর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।
নিহত আতিকুরের ভাই এবাদুর রহমান বলেন, আতিকুর রহমান সিলেটে থাকেন। সোমবার বিকালে তিনি বাড়িতে আসেন। তার আরেক ছোটভাই মতিউর রহমানকে গ্রামের নজরুল ইসলাম নামের এক যুবক তাদের বাড়ির রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছিলেন। এটা নিয়ে আতিকুর রহমানের সঙ্গে তার তর্ক হয়েছিল। এর জের ধরে কয়েকজন যুবককে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছেন নজরুল ইসলাম।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বাড়ির প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমরা দুইজনকে আটক করেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।
আরও পড়ুন: সিলেটের ওসমনীনগরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, ১৬ জন আহত
১ বছর আগে
বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৫
সিলেটের বিশ্বনাথে বাস ও দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহেদুজ্জামান (১৮) নিহত হয়েছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বিশ্বনাথ-রশিদপুর সড়কের পৌর শহরস্থ দুর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্নিচারের সামনে এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিহত
নিহত শাহেদুজ্জামান পৌর এলাকার ইলামেরগাঁও (উত্তর মিরেরচর) গ্রামের আবদুল মালিকের ছেলে এবং আল-মদিনা বিদ্যানিকেতনের (চৌধুরী গাঁও) দশম শ্রেণির ছাত্র।
আহতরা হলেন- বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের এলাই মিয়ার ছেলে জহির (১৯), ময়না মিয়ার ছেলে নয়ন মিয়া (১৮), পূর্ব চান্দশিরকাপন গ্রামের ছুরাব আলীর ছেলে আল-আমিন (২০), উত্তর মিরেরচর গ্রামের আবদুর রশীদের ছেলে কাউছার (১৫) ও একই গ্রামের ফাহাদ মিয়া (১৭)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পৌর শহরের দুর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্নিচারের সামনে রশীদপুরগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই মোটর সাইকেলে থাকা ছয়জন গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক শাহেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাস ও দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
প্রাইভেটকার উল্টে সিলেট এমসি কলেজের ২ ছাত্র নিহত
সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেটকার উল্টে এমসি কলেজের দুই ছাত্র নিহত হয়েছেন।
৪ বছর আগে