ডেমরা থানার এসআই
পিকআপভ্যানের চাপায় ডেমরা থানার এসআই নিহত
নরসিংদীর শিবপুরে পিকআপভ্যানের চাপায় এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সবুজ (৩০) ডেমরা থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ী নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামে। তার পিতার নাম সিরাজ মিয়া।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক মোল্লা।
তিনি বলেন, শনিবার সকাল ৯টায় শিবপুরের বড়ইতলা থেকে ঢাকায় যাওয়ার পথে কারার চরে মদিনা জুটমিল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিকেল থেকে বিনা ময়নাতদন্তে গ্রহণ করার জন্য আবেদন করেছি।
আবেদন মঞ্জুর করা হলে আমরা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে চালক নিহত
মৌলভীবাজারে পিকআপভ্যানে উঠতে গিয়ে শিশু নিহত
২ বছর আগে