মো. সেলিম ফরাজী
বাগেরহাট কারাগারের হাজতির মৃত্যু
বাগেরহাট জেলা কারাগারের এক বৃদ্ধ হাজতি মারা গেছেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট শেখ রাজিয়া নাসের জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।
মৃত হাজতির নাম মো. সেলিম ফরাজী (৭০)। তার বাড়ি বাগেরহাট শহরের হরিণখানা এলাকায়।
আরও পড়ুন: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক এসএম কামরুল হুদা জানান, বাগেরহাট সদর থানায় দায়েরকৃত একটি চুরি মামলায় ২১ নভেম্বর সেলিম ফরাজী আদালতের মাধ্যমে কারাগারে আসেন। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে তিনি অসুস্থ ছিল।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা শেখ রাজিয়া নাসের জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে ওই হাজাতি আসামির লাশ তার পারিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
২ বছর আগে