পলাতক জঙ্গি
পলাতক জঙ্গিদের অবস্থান শিগগিরই খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই পলাতক জঙ্গিদের অবস্থান খুঁজে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার রাজধানীতে দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে এবং আশা করছি আমরা শিগগিরই তদন্ত প্রতিবেদন পাব।’
আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক মেজর (অব.) সৈয়দ জিয়াউল হক সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি জিয়া ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করছে এবং সে কারণে তাকে গ্রেপ্তার করতে একটু বেশি সময় লাগছে। তবে শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।
এর আগে ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ পৃথক দুটি কমিটি গঠন করে।
আরও পড়ুন: আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার রাফির ৭ দিনের রিমান্ড
গত রবিবার আদালত প্রাঙ্গন থেকে অজ্ঞাত ব্যক্তিরা পুলিশ কর্মীদের ওপর হামলা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায়। প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ড এই দুই জঙ্গি পরিচয়- আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব ও মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে সিফাত ওরফে ইমরান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে প্রকাশক দীপনকে ২০১৫ সালের ৩১ অক্টোবর নগরীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয়।
জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনার পর পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ পুলিশ প্রত্যেকের তথ্য দেয়ার জন্য ১০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে।
তাদের গ্রেপ্তারে দেশের সব প্রবেশ ও বাহিরের পয়েন্টে রেড অ্যালার্ট জারি করে সরকার।
আরও পড়ুন: আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার ১
ময়মনসিংহে গ্রেপ্তার এক জঙ্গির জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট
২ বছর আগে