কলাপাড়া
ভোট দিতে হেলিকপ্টারে চড়ে কলাপাড়ায় দুর্যোগ প্রতিমন্ত্রী
চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় গিয়ে ভোট দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিব।
বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ৫৭ নম্বর ধুলাশার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
ভোট শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আশা করছি, আমার এই দুটি উপজেলায় সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। সময় স্বল্পতার কারণে হেলিকপ্টারে চড়ে ভোট দিতে আসা। আমি মনে করি, প্রতিটি ভোটই মূল্যবান।’
উল্লেখ্য, কলাপাড়া ও রাঙ্গাবালী এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৩৩৮ জন। দুই উপজেলার ১১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
এছাড়া ভোটের মাঠে ২৮ জন ম্যাজিস্ট্রেট, র্যাবের ৪টি টিম, বিজিবির ৭টি টিম ও কোষ্টগার্ডের ৮টি টিম মোতায়ানে করা হয়েছে। পাশাপাশি পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম কাজ করছে।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কলাপাড়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ মাস আগে
কলাপাড়ায় ১০ বছরের শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১
পটুয়াখলীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে নৌকা মার্কার প্রচারণার নামে বাড়ি ঢুকে ১০ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দেলোয়ার তালুকদার (৫৫) নামে একজনের বিরুদ্ধে।
শিশুটির মা মহিপুর থানায় অভিযুক্তের নামে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে 'ইভটিজিংয়ের প্রতিবাদ' করায় সংঘর্ষ, আহত ১০
শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দেলোয়ার তালুকদার ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার সময় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা মার্কার প্রচারণা চালাতে অভিযুক্ত দেলোয়ার তালুকদারসহ ১০ থেকে ১৫ জন কর্মী বরকুতিয়া গ্রামে যান। সঙ্গে থাকা অন্য কর্মীরা একটি চায়ের দোকানে চা খেতে বসলে অভিযুক্ত দেলোয়ার প্রচারণার নামে ওই শিশুটির বাড়িতে যায়। বাসায় কেউ নেই জেনে ঘরের দরজা জানালা বন্ধ করে শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটি মা আসছে বলে চিৎকার দিলে অভিযুক্ত দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর মাস্টার বিষয়টি মিমাংসার চেষ্টা করেন।
শিশুটির মা বলেন, আমি কাজের জন্য কৃষি খেতে যাই। এই ফাঁকে বাসা খালি পেয়ে প্রচারণার নামে ঘরে ঢুকে আমার মেয়েকে যৌন নিপীড়ন করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
শিশুটির দাদি বলেন, আমরা খেতে কাজ করছিলাম। আমার নাতনি এখনো কান্না করছে। আমরা এর বিচার চাই।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, শিশুটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া পুলিশ অভিযান চালিয়ে রাতেই আসামিকে গ্রেপ্তার করে কলাগাড়া আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
ইভটিজিংয়ের শিকার চবি ছাত্রী, ৩ বহিরাগত আটক
১ বছর আগে
কলাপাড়ায় ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার, খালে অবমুক্ত
পটুয়াখালীর কলাপাড়ায় পাচারের সময় ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
শনিবার সকালে পটুয়াখালীর চৌরাস্তায় একটি বাস থেকে বস্তাবন্দি অবস্থায় এসব কচ্ছপ উদ্ধার করা হয়। পরে দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া খালে কচ্ছপ গুলোকে অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার
২ বছর আগে