মৃত দুই শিশু
রাজিবপুরে পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু!
কুড়িগ্রামের রাজীবপুরে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো-রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) এবং রাজীবপুর উপজেলার বড়াই ডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩)। তারা রাজীবপুর উপজেলা সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকার নানা মো. আবু বক্কর ও ফজলুল হকের বাড়িতে থেকে পড়াশোনা করত।
আরও পড়ুন: বাগেরহাটে পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, শিশু দুটি বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলো। এক পর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় তাদের পায়ের জুতা ভাসছে। তাৎক্ষণিক ভাবে তাদের উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. আব্দুস সামাদ শিশু দুটিকে মৃত ঘোষণা করে।
রাজীবপুর সদর ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, দু'টি শিশুর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বনাথে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
খুলনায় পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
১ বছর আগে