কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২
বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি মেসির আর্জেন্টিনা
বিপর্যয়কর উদ্বোধনী ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর লড়াই এবার আর্জেন্টিনার। জেতার প্রত্যয় নিয়ে শনিবার গ্রুপ সি এর প্রতিপক্ষ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর থেকে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড গড়েছিল।
তবে সমস্ত জল্পনা নস্যাৎ করে এবারের কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২ অভিযানের শুরুতেই লিওনেল মেসির আর্জেন্টিনা সৌদি আরবের কাছে লজ্জার হার হারে।
ওই ম্যাচের প্রথমার্ধে পরিস্থিতি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও পরপর তিনটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ধরাশায়ী হয় এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে গণ্য হওয়া আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে সৌদি আরবের পরপরই দুটি গোল ম্যাচের ভাগ্য বদলে দেয় নিমিষেই। এর মধ্য দিয়ে গ্রুপ সি-পর্বের আন্ডারডগরা এমন একটি রেকর্ড করে, যা যুগে যুগে প্রতিধ্বনিত হবে।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
১৯৮৬ সালে তাদের সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর প্রায় ৪০ বছরের কাছাকাছি এসে জেতার জন্য এবারে আর্জেন্টিনা এমনিতেই চাপের মধ্যে ছিল। বিশেষ করে এবার শতাব্দীর অন্যতম সেরা কিংবদন্তী ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ।
তাই, স্কালোনিকে অবশ্যই দ্রুত তার সেনাদের জাগাতে হবে, যাতে আজকের ম্যাচে তারা তাদের সেরাটা খেলে মেক্সিকো হারাতে পারে।
পরিসংখ্যান যদিও আর্জেন্টিনার পক্ষে, তবুও মেক্সিকো এখন স্ট্যান্ডিংয়ে আর্জেন্টিনার এক পয়েন্ট ওপরে অবস্থান করছে।
পরিসংখ্যানই যে শেষ কথা না তা ইতোমধ্যে কাতার বিশ্বকাপের হাইভোল্টেজ কয়েকটি ম্যাচে প্রমাণিত হয়েছে। বিশ্ব এখন দেখার জন্য মুখিয়ে আছে সৌদির কাছে খাওয়া ধাক্কার পর, এবার কি করবে আর্জেন্টিনা।
অন্যদিকে, ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী সপ্তাহে বেশ কয়েকটি গোলশূন্য অচলাবস্থার মধ্যে গত মঙ্গলবার মধ্য আমেরিকার প্রতিপক্ষ পোল্যান্ডের সঙ্গে ০-০ ড্র করে টাটা মার্টিনোর মেক্সিকো।
মেক্সিকোর সঙ্গে এ পর্যন্ত মোট ৩০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৫ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ৪ ম্যাচ জিতেছে মেক্সিকো ও বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মুখোমুখি হওয়া ৩০ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে।
আর্জেন্টিনা–মেক্সিকো মুখোমুখি হওয়ার ইতিহাসে প্রথম ম্যাচটিই বিশ্বকাপে।
টানা অষ্টম বিশ্বকাপে উপস্থিত হওয়া মেক্সিকানরা তাদের শেষ সাতটি প্রচেষ্টার প্রতিটিতে শেষ ১৬-এ বাদ পড়েছে।
আর্জেন্টিনার সম্ভাব্য লাইনআপ:
ই. মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লি মার্টিনেজ, তাগলিয়াফিকো; ডি পল, পেরেদেস, ফার্নান্দেজ; মেসি, লা মার্টিনেজ, ডি মারিয়া
মেক্সিকো সম্ভাব্য শুরু লাইনআপ:
গিয়ের্মো ওচোয়া, সানচেজ, মন্টেস, মোরেনো, গ্যালার্দো; হেরেরা, আলভারেজ, গুয়ার্দাদো; লোজানো, মার্টিনো, ভেগা
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: প্রথমার্ধে মেসির গোলে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
২ বছর আগে