বাস্তব পরিস্থিতি
‘ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক কথা হচ্ছে, বাস্তব পরিস্থিতি জেনে নিন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
রবিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ইউএনবিকে বলেন, প্রশাসনিক সংস্কার জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
আরও পড়ুন: ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রাখলে চোরেরা উৎসাহিত হবে: প্রধানমন্ত্রী
ব্যাংকিং খাতের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বিষয়টি পরোক্ষভাবে আলোচনা হয়েছে এবং ব্যাংকিং ও অর্থ বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘অনেক কথা (ব্যাংকিং খাত নিয়ে) আছে, আসল পরিস্থিতি কী শিগগিরই তা আমাদের জানান।’
ইসলামী ব্যাংকের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তিনি বলেন, কিছু ‘বহিরাগত’ ইউটিউবে কিছু ব্যাংকের অবস্থা নিয়ে কথা বলছে। ‘তবুও, বৈঠকে বিষয়টি উপেক্ষা করা হয়নি। বিষয়টিও খতিয়ে দেখা হবে।’
আরও পড়ুন: চলমান অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলো সম্পূর্ণ করুন: সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা
ভোগ্যপণ্যের কোনো সংকটের আশঙ্কা করছেন না প্রধানমন্ত্রী
১ বছর আগে