সাইফুল ইসলাম শিল্পী
মানহানির মামলা থেকে খালাস পেলেন ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি
মানহানির একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সংবাদ সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীসহ চারজন।
শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার এক গৃহবধূর পক্ষে পাঠক ডট নিউজসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে সীতাকুণ্ডের নূরুল আলমের করা মানহানির মামলা রবিবার (২৭ নভেম্বর) দুপুরে খারিজ করে দিয়ে মামলা থেকে চারজনকে আব্যাহতি দেন চট্টগ্রাম বিচারিক হাকিম আদালত ১ম এর বিচারক বেগম জিহান সানজিদা।
আরও পড়ুন: ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, মামলাটি মূলত সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। যে অভিযোগে মামলা করা হয়েছে সে মোতাবেক আইনের ধারা অনুসরণ করা হয়নি। আমরা বিজ্ঞ আদালতে তা বুঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে মামলাটি খালাস করে দেন।
তিনি আরও বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বা আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রেস কাউন্সিল রয়েছে। মানুষ প্রেস কাউন্সিলে অভিযোগ না করে শুধুমাত্র হয়রানি করার জন্য সিভিল আদালতে মামলা করে। এটি একটি খারাপ নজির।
খালাস পাওয়া অন্যরা হলেন- ‘উইমেন ভয়েস বিডি ডট কম এর সম্পাদক সৈয়দা সাজিয়া আরফিন ও সাংবাদিক সৈয়দা ফাতেমাতুজ জোহরা ও নির্যাতিতা গৃহবধূ ফারজানা আক্তার।
সাংবাদিকদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট এ, এম জিয়া হাবীব আহসান, অ্যাডভোকেট এ এই এম জসিম উদ্দিন, অ্যাডভোকেট এম হাসান আলী, অ্যাডভোকেট মো. বদরুল হাসান, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আরমানসহ অসংখ্য আইনজীবী।
আরও পড়ুন: ফটো সাংবাদিক শহিদুল আলমের মামলার তদন্ত চলবে: আপিল বিভাগ
পাবনায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
২ বছর আগে