ইলেকট্রিক্যাল
মেট্রোরেলের মালামাল নিয়ে আরও একটি জাহাজ মোংলা বন্দরে
মেট্রোরেলের মালামাল নিয়ে আরও একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
এসপিএম ব্যাংকক নামে ওই বিদেশি জাহাজটি রবিবার বিকালে বন্দরের ৭নং জেটিতে নোঙর করে।
জাহাজটিতে মেট্রোরেলের চারটি ইঞ্জিন, আটটি রেলের কোচ, ৪০৬টি প্যাকেজে মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে।
জাপান থেকে আমদানি করা মেট্রোরেলের এটি ১৩তম চালান বলে জানা গেছে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালান মোংলা বন্দরে পৌঁছেছে
এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েট স্টিম শীপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জনান, ৫ নভেম্বর জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
রবিবার বিকাল ৩টায় এসপিএম ব্যাংকক নামে জাহাজটি বন্দরের জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে মেট্রোরেলের চারটি ইঞ্জিন, আটটি রেলের কোচ, ৪০৬টি প্যাকেজে আনুষাঙ্গিক মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে।
জাহাজটি জেটিতে নোঙর করার পর খালাস কাজ শুরু করা হয়। জাহাজ থেকে মালামাল খালাস করে নদী পথে নৌযানে করে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে।
ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান আরও জানান, এপর্যন্ত ১৩টি চালানে মেট্রোরেলের ১৫২টি কোচ এবং ১২০টি ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল আমাদানি করা হয়। এরই ধারাবাহিকতায় বাকি কোচ এবং ইঞ্জিনসহ মালামাল আমাদানি করে মোংলা বন্দরে খালাস করে নৌযানে করে ঢাকায় মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে।
আরও পড়ুন: মোংলা বন্দরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ, উদ্ধার ২১
ট্রানজিট: চূড়ান্ত পর্যায়ে চট্টগ্রাম-মোংলা বন্দর হয়ে ভারতীয় পণ্যের নিয়মিত চলাচল
২ বছর আগে