ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (সোমবার) দুপুরে প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টায় ফলাফল প্রকাশের উদ্বোধন করবেন বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে জানিয়েছেন।
তপন আরও জানান, দুপুর ১টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এবারের এসএসসি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে। সাইট থেকে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে পৃথক ফলাফল শিট ডাউনলোড করা যেতে পারে।
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৮ নভেম্বর
শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও তাদের ফলাফল দেখতে পারবে। এসএসসি ফলাফল পেতে, শিক্ষার্থীদের এসএসসিবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষররোল নম্বরপাশের বছর টাইপ করতে হবে এবং 16222 নম্বরে পাঠাতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের ইআইআই এন নম্বর সহ ফলাফল পত্র ডাউনলোড করতে পারবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে মাদরাসা (দাখিল) ও কারিগরি শিক্ষাসহ ১১টি বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
সব শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও দেশে বন্যা পরিস্থিতির কারণে ১৭ জুন স্থগিত করা হয়েছিল।
এর আগে, করোনভাইরাস মহামারির কারণে এটি প্রায় চার মাস পিছিয়েছিল। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা
২ বছর আগে