রাহুল হোসেন
যশোরে নিজ ঘরের খাটের নিচ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
যশোরের ঝিকরগাছায় নিজ ঘরের খাটের নিচ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাহুল হোসেন (১২) ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। রাহুল স্থানীয় কাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মৃতের চাচা রাহাজান আলী জানিয়েছেন,তার বড় বোন রবিলা খাতুনের সন্তান ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মা সার্জিনা বেগম সেখানে অবস্থান করছেন কয়েক দিন। শনিবার সকাল ৯টার দিকে বাবা শাহজাহান আলী রাহুলকে বাড়িতে রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। দুপুর আড়াইটার দিকে মা ও বাবা বাড়ি ফিরে ছেলে রাহুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘরের ভিতর বিছানা করার সময় দেখতে পান ছেলে রাহুল খাটের নিচে মৃত অবস্থায় পড়ে আছে। মায়ের চিৎকারে প্রতিবেশিরা এসে খাটের নিচ থেকে লাশ বের করে আনেন। এসময় খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের এসআই সুমন বিশ্বাস গভীর রাতে শিশুটির লাশ উদ্ধার করেন। রবিবার লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস জানান, মৃত রাহুলের মুখে ও দাঁতে রক্ত,বাম হাতের কনুই ও আঙ্গুলের পাশে ছেঁচড়ে যাওয়ার দাগ রয়েছে।
পুলিশ বলেন, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভোলায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
ঘোড়াঘাটে ভুট্টাখেত থেকে যুবকের লাশ উদ্ধার
ধানখেত থেকে কোরআন হাফেজের লাশ উদ্ধার
২ বছর আগে