১৫ হাজার ২১৬ জন
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৯ দশমিক ০২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। জিপিএ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
ছয় হাজার ৭৬৮ জন ছেলের বিপরীতে আট হাজার ৪৪৮ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এক হাজার ৩০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন।
আরও পড়ুন: এসএসসি ফলাফল ২০২২: গড় পাসের হার ৮৭.৪৪%
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭ জন, মানবিক বিভাগে এক হাজার ৩৭ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২৪২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ছয় হাজার ৭৬৮ জন ছেলে ও আট হাজার ৪৪৮ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষাবোর্ডের অধিনে শেরপুর জেলায় পাসের হার ৮৯ দশমিক ১৪ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৯০ শতাংশ, নেত্রকোনা জেলায় ৮৮ দশমিক ৫৯ শতাংশ এবং জামালপুর জেলায় ৮৯ দশমিক ৫২ শতাংশ।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া সাউদা দিহা আবেগ আপ্লুত কন্ঠে জানান, রেজাল্ট কেমন হয় এই চিন্তায় গত দুই রাত ঠিকমতো ঘুমাতে পারিনি। আজ দুপুরে আব্বু যখন ফোন করে রেজাল্টের কথা জানায় আমি গোল্ডেন জিপিএ পেয়েছি তখন আম্মুকে জড়িয়ে ধরে কান্না করেছি। আমার পরিশ্রম সার্থক হয়েছে। এখন একটা ভালো কলেজে ভর্তি হতে পারলে খুশি।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান,আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাই যত শিক্ষার্থী পরীক্ষা দিবে সবাই জিপিএ-৫ পাবে। আমার মনে হয়ে আমি স্বপ্নের কাছাকাছি পৌছঁতে পেরেছি। কারণ চলতি বছর ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার মধ্যে ২৮৫ জন জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন: এসএসসি ফলাফল ২০২২: জিপিএ-৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন শিক্ষার্থী
প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর
২ বছর আগে