টেক্সটাইল মিল
গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি
গাজীপুর সদরের ভবানীপুরের শামীম টেক্সটাইল গ্রুপের এমএল স্পিনিং মিলের গুদামে লাগা আগুন মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে তুলার গুদামটিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কারখানার শ্রমিকরাও আগুন নেভানোর কাজ করে। ওই গোডাউনে আগুন লাগায় একই কমপ্লেক্সের ভেতরে থাকা তিনটি কারখানা বন্ধ রয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে অগ্নিকাণ্ড: গ্যারেজের ৫ গাড়িসহ বহুতল ভবনে আগুন
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে।
তিনি আরও জানান, আগুন দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। তা অন্য কোথাও ছড়াতে পারবে না।
তবে এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
শামীম টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার কুনাল কান্তি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোডাউনে থাকা তুলা-সুতা পুড়ে কমপক্ষে একশ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্ণাঙ্গ হিসাব করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ
২ বছর আগে