সানোয়ার হোসেন
ফরিদপুরে চাল আত্মসাতের অভিযোগে খাদ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা খাদ্য গুদামের এক কর্মকর্তাকে চাল আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম সানোয়ার হোসেন।
সানোয়ার হোসেন ও নিরাপত্তা প্রহরী রফিকুল ইসলামের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. তারিকুজ্জামান বলেন, সানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইসমাইল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তারিকুজ্জামান জানান, সোমবার বিকালে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটি আত্মসাতের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সানোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে ২৩ নভেম্বর ঢাকা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তারিকুজ্জামান, মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইসমাইল হোসেন ও চরভদ্রাসন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল আলম খাদ্য গুদাম পরিদর্শন করে অনিয়ম শনাক্ত করে তা সিলগালা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান কারাগারে
চাল আত্মসাতের ঘটনায় কুষ্টিয়ায় আ’লীগ নেতাসহ ৪ জন কারাগারে
১ বছর আগে