আটক ৫
সাবেক এমপি শেখ আফিলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, আটক ৫
যশোর- ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে শার্শা থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াছি উদ্দিন বাদী হয়ে শার্শা থানায় মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: আইনজীবী জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
মামলার অন্যান্য আসামিরা হলেন- শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শার উত্তর বুরুজবাগান গ্রামের শাহাদত হোসেনের দুই ছেলে জাকির হোসেন ও উজ্জল হোসেন, শ্যামলাগাছি গ্রামের তুহিন হোসেন, কাজিরবেড় গ্রামের আনারুল ইসলাম আনার, শ্যামলাগাছি গ্রামের রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম ঝন্টু, নাভারণ রেলবাজার স্টেশনপাড়ার সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, শার্শা গ্রামের শিল্পি কাজী, শার্শা গ্রামের আল আমিন রুবেল, শ্যামলাগাছি গ্রামের রুবেল ড্রাইভার, স্বরুপদাহ গ্রামের মো. লাল্টু, শার্শা গ্রামের মো. রাজন, স্বরুপদাহ গ্রামের তবিবর রহমান তবি ও চটকাপোতা গ্রামের তোতা মিয়া ওরফে চাকমা তোতা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস বলেন, শার্শায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ২০ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত পাঁচজনকে আটক করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত ৫ আগস্টের পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন শার্শা বিএনপি নেতারা। ওইদিন নেতারা উপজেলার কামারবাড়ি মোড়ে কর্মসূচিতে যোগদান করার জন্য উপস্থিত হলে আসামিরা হামলা চালায়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী সাবেরুল হক সাবু ও শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, হকিস্টিক, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখেছিল।
আরও পড়ুন: বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা
১ মাস আগে
বেনাপোলে বন্ধন এক্সপ্রেসে ভারতীয় পণ্য জব্দ, আটক ৫
বেনাপোল রেলস্টেশনে কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় উপজেলা প্রশাসন তিনজনকে ও বেনাপোল পোর্ট থানা পুলিশ দুইজনকে আটক করেছে।
রবিবার (৯ এপ্রিল) বেনাপোল রেলস্টেশনে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার
এছাড়া এ অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লাখ টাকা এবং বিজিবি ১০ লাখ টাকা ছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস জব্দ করেছে।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে টাস্কফোর্স কর্মকর্তারা জানতে পারে ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কোলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালানী পণ্য আসছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বেনাপোল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ি, থ্রিপিস, বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানীদের প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনজনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। মোট পাঁচ জনকে আটক করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান জানান, বেনাপোল রেলস্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা করা হয়েছে।
বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলা টাস্কফোর্সের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের নেতৃত্বে যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারতের পেট্রাপোলে কাজ বন্ধ থাকায় বেনাপোলে দ্বিতীয় দিনের মতো স্থবির আমদানি-রপ্তানি
বেনাপোলে যাত্রীর পেট থেকে ৫টি স্বর্ণের বার জব্দ, আটক ১
১ বছর আগে
কুমিল্লায় বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ, আটক ৫
কুমিল্লা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২। এ সময় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে নগরীর অশোকতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে আটক ৬০
জব্দ পণ্যের মধ্যে রয়েছে- ১৭ হাজার পিস মেহেদি, পাঁচ লাখ ৩৭ হাজার ১২০ পিস আতশবাজি, তিন হাজার ৫০০ পিস পাউডার এবং ৭২০ পিস গ্রাইপ ওয়াটার।
কোম্পানি কমান্ডার মো. শাকিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহের বাবা-ছেলে খুনের ঘটনার মুলহোতাসহ আটক ৪
বাগেরহাটে ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার, আটক ৪
১ বছর আগে
আদালতে যাওয়ার পথে আসামির মারপিটে সাক্ষী নিহত, আটক ৫
বগুড়ার ধুনট উপজেলায় আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে মামলার আসামিদের মারপিটে একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক(৬৫) বগুড়া ধুনট উপজেলার কোদলাপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
আরও পড়ুন: হাজিগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মী আটক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোদলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষের কাছ থেকে মুষ্ঠির এক মন চাল বাকিতে কিনে নেন আব্দুস সাত্তার। কিন্তু টাকা দিতে তালবাহানা করায় গত ৩ নভেম্বর তার সঙ্গে কোষাধ্যক্ষ মোজাম্মেল হকের মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুস সাত্তার বাদি হয়ে কোষাধ্যক্ষ মোজাম্মেল হক ও তার ছেলে ফজলুল হকসহ সাতজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার সাক্ষী ছিলেন নিহত আব্দুল খালেক।
মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ভাই সাক্ষী আব্দুল খালেক মঙ্গলবার সকালে আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে আসামিদের বাড়ির পাশের রাস্তায় পৌঁছলে তাদের ওপর হামলা চালায় মামলার ১ নম্বর আসামি ফজলুল হক ও তার লোকজন। এতে আহত হন আব্দুস সাত্তার ও আব্দুল খালেক। পরে আব্দুল খালেককে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত আব্দুল খালেকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সন্ধ্যার পর লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: ফুলবাড়ীতে সাংবাদিক পরিচয়ে প্রতারণা, আটক ৩
চট্টগ্রামে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
২ বছর আগে