দোহার স্টেডিয়াম
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
FIFA World Cup Qatar 2022 Argentina vs Poland Live:
ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মাঝরাতে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (Argentina vs Poland)। এবারের আসরে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে আর্জেন্টিনা-পোল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচটি দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শুরু বাংলাদেশ সময় রাত একটায়। আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের। ড্র হলে সম্ভাবনা রয়েছে লিওনেল মেসিদেরও, তবে নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর। তবে পরবর্তী রাউন্ডে খেলতে হলে অবশ্যই পোল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনাকে জয়লাভ করতে হবে।
সৌদি আরবের বিপক্ষে অঘটনের শিকার হয়ে কোণঠাসা হয়ে পড়েছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে লড়াইটি তাদের জন্য ফাইনালের মতোই। মরণ কামড় দেয়ার সব চেষ্টাই করবে দলটি। তাই এই ম্যাচে পা ফসকালেই একরকম বিদায় লিওনেল মেসিদের। কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল-২০২২: কোস্টারিকার কাছে জাপানের হার, স্পেন ও জার্মানির পথ সুগম
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কীভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কীভাবে খেলার খবর রাখবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
টফি অ্যাপে লাইভ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল-২০২২: বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ কোথায় খেলা হবে?
কাতার বিশ্বকাপ ২০২২, আর্জেন্টিনা এর তৃতীয় ম্যাচ হবে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড এবং এই খেলাটি অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় রাশ অ্যান্ড আবউন্ড স্টেডিয়ামে।
আর্জেন্টিনা এবং পোল্যান্ডের খেলা কখন?
আর্জেন্টিনা এবং পোল্যান্ডের খেলা ১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায়।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা বনাম পোল্যান্ড সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ বনাম পোল্যান্ড
আর্জেন্টিনা:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিন্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
পোল্যান্ড সম্ভাব্য একাদশ
পোল্যান্ড:
শেজনি (গোলরক্ষক), ক্যাশ, গ্লিক, বেরেশিন্সকি, কিভিওর, ক্রিচোভিয়াক, শিমান্সকি, জিয়েলিন্সকি, জালেভস্কি, কামিন্সকি, লেভানদোভস্কি
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড: মুখোমুখি পরিসংখ্যান
আর্জেন্টিনা এবং পোল্যান্ড এ পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে তার মধ্য আর্জেন্টিনা ৬ টিতে জয়লাভ করেছে পোল্যান্ড ৩ ম্যাচে জয় পেয়েছে। ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা এবং পোল্যান্ড ২ বার মুখোমুখি হয়েছে তার মধ্যে আর্জেন্টিনা ১ বার ও পোল্যান্ড ১ বার জয় পেয়েছে।
আর্জেন্টিনা এবং পোল্যান্ডের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে আর্জেন্টিনা বেশি শক্তিশালী। তবে, এখানে বলা যায় পোল্যান্ড আর্জেন্টিনার থেকে পোল্যান্ড কম শক্তিশালী নয় অবশ্যই আর্জেন্টিনা কে হারানোর ক্ষমতা রাখে পোল্যান্ড। দুই দলই বেশ শক্তিশালী হওয়ায় এই খেলাটি দেখতে ভালো। কিভাবে খেলাটি সরাসরি দেখবেন নিচে লিংকসহ দেয়া হল।
আরও পড়ুন: ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস বিশ্বকাপে এগিয়ে যাওয়ার উপক্রম
১ বছর আগে