ভুয়া দন্ত চিকিৎসক
ঝিনাইদহে ভুয়া দন্ত চিকিৎসককে কারাদণ্ড
ঝিনাইদহে এক ভুয়া দন্ত চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. নুরুন্নবী নজরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন: দিনাজপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, চেম্বার সিলগালা
এস.এম. নুরুন্নবী জানান, শহরের নতুন হাটখোলায় খান ডেন্টালে ভুয়া এক দন্ত চিকিৎসক দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় আটক করা হয় নজরুল ইসলামকে।
তিনি বলেন, নিজের দোষ স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, সে এসএসসি পাশ ও আগে একটি কারখানার স্টোর কিপারের কাজ করতো।
আরও পড়ুন: ফেনীতে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা
খুলনায় ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড
২ বছর আগে