ফ্রান্স বনাম তিউনিসিয়া লাইভ স্ট্রিমিং
ফ্রান্স বনাম তিউনিসিয়া লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup Qatar 2022) আজ রাতে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স বনাম তিউনিসিয়া (France vs Tunisia)। বিশ্বকাপে অপরাজিত যাত্রা ধরে রাখার অভিযানে নামবে ফ্রান্স, টিকে থাকতে জয়ের বিকল্প নেই তিউনিসিয়ার।
সবার আগে নকআউট নিশ্চিত করেছে শিরোপাধারী ফ্রান্স। জটিল সমীকরণে টিকে আছে তিউনিসিয়ার প্রথমবার দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা। দুই দল এবার প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে।
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার লড়বে ফ্রান্স ও তিউনিসিয়া। ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন ফ্রান্স বনাম তিউনিসিয়া ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম তিউনেসিয়া লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচ।
ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচ কোথায় খেলা হবে?
কাতার বিশ্বকাপ ২০২২, ফ্রান্স বনাম তিউনেসিয়া খেলাটি অনুষ্ঠিত এডুকেশন সিটি স্টেডিয়াম, দোহা
আরও পড়ুন: পর্তুগাল বনাম উরুগুয়ে লাইভ স্ট্রিমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফ্রান্স বনাম তিউনেসিয়া খেলা কখন?
ফ্রান্স বনাম তিউনেসিয়া খেলা ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায়।
বিশ্বকাপের জন্য ফ্রান্স বনাম তিউনেসিয়া সম্ভাব্য একাদশ
ফ্রান্স সম্ভাব্য একাদশ বনাম তিউনেসিয়া
ফ্রান্স: (৪-২-৩-১): স্টিভ মান্দান্ডা (গোলরক্ষক), পাভার্ড, কামাভিঙ্গা, ভারানে, কোনাতে, ফোফানা, গুয়েনডোজি, কোমান, গ্রিজম্যান, এমবাপে, থুরাম
তিউনিসিয়া: (৩-৪-২-১): দাহমেন (গোলরক্ষক), তালবি, মেরিয়াহ, ব্রন, কেচরিদা, লাইদুনি, খিরি, আবদি, মাসাকনি, নাইম, খাজরি ফ্রান্স বনাম তিউনেসিয়া :
ফ্রান্স বনাম তিউনেসিয়া মুখোমুখি পরিসংখ্যান
তিউনিসিয়া এবং ফ্রান্সের মধ্যে এটাই প্রথম প্রতিযোগিতামূলক লড়াই। তিউনিসিয়া তাদের ১৭টি বিশ্বকাপ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে। তিউনিসিয়ার ২৬ জনের স্কোয়াডে ১০ জনের জন্ম হয়েছে ফ্রান্সে। কাগজে কলমে ও শক্তির বিচারে ঢের এগিয়ে ফ্রান্স। তবে অঘটনের বিশ্বকাপে ঘটতে পারে যেকোন কিছুই। শেষ মুহূর্তেও বদলে যেতে পারে খেলার চিত্র। তবে ফ্রান্সকে চমকে দিতে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে তিউনিসিয়াকে।
আরও পড়ুন: পর্তুগাল বনাম উরুগুয়ে লাইভ স্ট্রিমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
১ বছর আগে