নেপাল এয়ারলাইন্স
শাহ আমানতে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ
কাঠমান্ডু থেকে ব্যাংকক যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় নেপাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ জানান, ফ্লাইট নম্বর ৪০১ উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ ১৫৯ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুন: দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা
পাইলট জরুরি অবতরণের বিষয়ে যোগাযোগ করলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এয়ারলাইন্সটির টেকনিক্যাল টিম উড়োজাহাজটি মেরামত করার পর রাত সাড়ে ১০টার দিকে বিমানটি ব্যাংককের উদ্দেশে রওনা হয়।
উল্লেখ্য, এয়ারলাইন্সটির কোনো ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করা হয় না। এ ফ্লাইটের কোনো যাত্রী বাংলাদেশি নন বলে জানান বিমানবন্দরের পরিচালক।
আরও পড়ুন: বোমা আতঙ্কে ঢাকায় মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ
বগুড়ায় প্রশিক্ষক বিমানের জরুরি অবতরণ: আইএসপিআর
২ বছর আগে