ছোটভাই
মানিকগঞ্জে ঘুমন্ত বড়ভাইকে গলা কেটে হত্যা: ছোট ভাই গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় ছোট ভাই মো. রোমান হোসেনকে (২৪) ঢাকার শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রোমান সিংগাইর উপজেলার জয়মন্টাপ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান (২৭), রোমান ও জামান (১৮)।
জানা যায়, শাহজাহান ফকিরের বড় ছেলে আবু রায়হান পড়াশুনার পাশাপাশি এনজিওতে চাকরি করতেন। মেজো ছেলে রোমান লেবানন প্রবাসী ছিলেন। প্রবাসে থাকাকালীন রোমান বাড়িতে প্রায় ১৩ লাখ টাকা পাঠায়। আর প্রবাস থেকে দেশে ফিরে আসার পর বাড়ির কাউকে না জানিয়ে ফিহা আক্তারকে বিয়ে করে। পরিবারের কেউ তা মেনে নেয়নি। ওই টাকা নিয়ে পরিবারে বিরোধ চলছিল এবং আবু রায়হানকে সেই টাকার জন্য খুন করার হুমকি দিতো রোমান।
আরও পড়ুন: মানিকগঞ্জে ঘুমন্ত বড়ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ ছোটভাইয়ের বিরুদ্ধে
গত রবিবার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোট ভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যায়। এসময় বড় ভাই রায়হানের গোঙ্গানির শব্দে ঘুম ভেঙে যায় ছোটভাই জামানের। তখন তার মা-বাবাকে ঘুম থেকে ডেকে জাগান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এই ঘটনায় গত সোমবার (১০ এপ্রিল) রায়হানের বাবা শাহজাহান ফকির বাদি হয়ে সিংগাইর থানায় দুইজনকে আসামি করে হত্যা মামলা করেন। আজ ভোরে ঢাকার শ্যামলী থেকে আসামী রোমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে রোমান তার ভাইকে হত্যার ঘটনা স্বীকার করেছে। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অপর আসামি রোমানের স্ত্রী ফিহা আক্তার পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ
মানিকগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আটক
১ বছর আগে
লক্ষ্মীপুরে ছোটভাইয়ের হাতে মেজো ভাই খুন!
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে মেজো ভাইয়ের খুনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের ধমধমা দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহমদ ও ছোট ভাই হোসেন আহমদ মৃত মন্তাজুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্তাজুর রহমানের ছেলে তোফায়েল আহমদ ও হোসেন আহমদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার রাত আটটার দিকে পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে তোফায়েল আহমদের সঙ্গে ছোট ভাই হোসেনের স্ত্রী-সন্তানের কথা কাটাকাটি হয়। হোসেন আহমদ লক্ষ্মীপুর থেকে রাত ৯টার দিকে বাড়িতে যাওয়ার পর বিষয়টি বড় ভাইকে জিজ্ঞাসা করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মেজো ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: চাঁদপুরে আর্জেন্টিনাকে সাপোর্ট করা নিয়ে বিরোধে বন্ধুর হাতে বন্ধু খুন!
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হোসেন আহমদকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জমান আশরাফ জানান, জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে মেজো ভাই খুন হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হোসেন আহমদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানান।
আরও পড়ুন: জকিগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন!
পুরান ঢাকায় ‘ডাকাতি’, বৃদ্ধ খুন
২ বছর আগে