মেজো ভাই
লক্ষ্মীপুরে ছোটভাইয়ের হাতে মেজো ভাই খুন!
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে মেজো ভাইয়ের খুনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের ধমধমা দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহমদ ও ছোট ভাই হোসেন আহমদ মৃত মন্তাজুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্তাজুর রহমানের ছেলে তোফায়েল আহমদ ও হোসেন আহমদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার রাত আটটার দিকে পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে তোফায়েল আহমদের সঙ্গে ছোট ভাই হোসেনের স্ত্রী-সন্তানের কথা কাটাকাটি হয়। হোসেন আহমদ লক্ষ্মীপুর থেকে রাত ৯টার দিকে বাড়িতে যাওয়ার পর বিষয়টি বড় ভাইকে জিজ্ঞাসা করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মেজো ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: চাঁদপুরে আর্জেন্টিনাকে সাপোর্ট করা নিয়ে বিরোধে বন্ধুর হাতে বন্ধু খুন!
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হোসেন আহমদকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জমান আশরাফ জানান, জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে মেজো ভাই খুন হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হোসেন আহমদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানান।
আরও পড়ুন: জকিগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন!
পুরান ঢাকায় ‘ডাকাতি’, বৃদ্ধ খুন
২ বছর আগে