জোন্টা ক্লাব অব গ্রেটার ঢাকা
১৬ দিনের প্রচারণা: বৃহত্তর ঢাকার জোন্টা ক্লাবের রাজধানীতে বৃক্ষরোপণ ও রিকশা র্যালির আয়োজন
লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে চলমান ‘১৬ দিনের প্রচারণা’ অভিযানের অংশ হিসেবে, জোনটা ক্লাব অব গ্রেটার ঢাকা সোমবার রাজধানীর বারিধারায় কয়েকটি কার্যক্রম পরিচালনা করে।
এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বারিধারা লেক পার্কে বৃক্ষরোপণ এবং এরপরে এক বিশেষ রিকশা র্যালির আয়োজন।
নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে একতা প্রকাশ করে কমলা রঙের পোশাক পরা স্থানীয় রিকশাচালকদের পাশাপাশি বৃহত্তর ঢাকার জোন্টা ক্লাবের নির্বাহী ও সদস্যরাও এই কার্যক্রমে যোগ দেন।
২ বছর আগে