আসাদগেট
আসাদগেটে গাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত ২
রাজধানীর আসাদ গেট এলাকায় বৃহস্পতিবার রাতে একটি গাড়িতে লাগানো গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- গাড়ির ব্যবসায়ী ও মালিক রুবেল দত্ত (৪৫) এবং গাড়ির চালক উজ্জ্বল কুমার (৩৫)।
আরও পড়ুন: গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে গ্রিন রোড এলাকার বাসিন্দা রুবেল উত্তরায় তার অফিস থেকে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গাড়ির মালিক রুবেল দত্তের শ্যালক নয়ন বিশ্বাস জানান, রুবেল ও উজ্জ্বল এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানান, রুবেল ৬০ শতাংশ এবং উজ্জ্বল ৪০ শতাংশ পুড়ে গেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে অগ্নিকাণ্ড: গ্যারেজের ৫ গাড়িসহ বহুতল ভবনে আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
২ বছর আগে