সীমাহীন যানজট
খোলা মাঠ থাকতেও কেন সড়কে সমাবেশ: বিএনপিকে জয়ের প্রশ্ন
বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়ককে ১০ ডিসেম্বরের সমাবেশের স্থান হিসেবে পছন্দ করার বিষয়টির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সড়কটি দখল করলে সীমাহীন যানজট ও নগরবাসীর অপরিসীম ভোগান্তির কারণ হবে।
তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে তিনি সোহরাওয়ার্দী উদ্যান মাঠে সমাবেশের আয়োজনের জন্য ঢাকা মহানগর পুলিশের অনুরোধ প্রত্যাখ্যান করায় বিরোধী দলের কঠোর সমালোচনা করেন।
আরও পড়ুন: ১৯৬৬ সালে ৬ দফা দাবির মাধ্যমে চূড়ান্ত স্বাধীনতার বীজ বোনা হয়: জয়
তাদের অভিপ্রায়কে প্রশ্নবিদ্ধ করে তিনি মন্তব্য করেন যে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সরু সড়কে বেশী লোকের সমাগম দেখানো।
ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় বসে আর না উঠার পরিকল্পনা নিয়েছে বিএনপি। ২০১৪-২০১৫ সালের মতো লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে দেশে আবারও জ্বালাও-পোড়াও করতে চায়।’
তিনি আরও উল্লেখ করেন, ‘পুলিশ পক্ষ থেকে তাদের প্রস্তাব করা হয়েছে যে যেহেতু বড় জমায়েত করতে চায় বিএনপি তাই সোহরাওয়ার্দী মাঠ তাদের জন্য ভালো হবে। আওয়ামী লীগ সেখানে নিয়মিত সমাবেশ করে। একই সঙ্গে নগরীর মানুষ ব্যাপক যানজট থেকে মুক্তি পাবে।’
তিনি সতর্ক করে বলেছেন যে, ‘রাস্তা বন্ধ করে জনগণকে দুর্ভোগ ও অনিশ্চয়তায় ফেলে বাংলাদেশের জনবিচ্ছিন্ন দল বিএনপির অপরাজনীতি বন্ধ হোক।’
আরও পড়ুন: ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার গঠনের পর হত্যাকাণ্ড চালাতে জঙ্গিদের ভাড়া করে: জয়
মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র থেমে থাকেনি: জয়
২ বছর আগে