চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)
চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিকা মারাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ছাত্রলীগের বগিভিত্তিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়ে আবাসিক হলটির ১০টি কক্ষ।
শিক্ষার্থীরা জানান, চবির হল গুলো দখল করে রেখেছে ছাত্রলীগের ১১টি গ্রুপ। দীর্ঘদিন ধরে এ এফ রহমান হলে আধিপত্য বিস্তার করে আছে বিজয় গ্রুপের নেতাকর্মীরা। পুরো হলের দেয়াল জুড়ে ‘বিজয়’ লেখার চিকা মারা ছিল। ওই হলে থাকা ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা শুক্রবার সকাল ৯টার দিকে বিজয় লেখা মুছে নিজেদের গ্রুপের নাম লিখতে যান। এ ঘটনা নিয়ে সকালে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাঁক-বিতণ্ডা হয়।
আরও পড়ুন: চবির মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে ফটকে তালা লাগিয়ে চারুকলার শিক্ষার্থীদের বিক্ষোভ
তারা আরও জানান, এক পর্যায়ে রাত ৯টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিজয়ের নেতাকর্মীরা লাঠিসোটা ও রামদা নিয়ে হলটির সামনে ও ভিএক্সের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। এরপর রাত ১০টার দিকে ভিএক্সের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে এ এফ রহমান হল দখলে নেয়। সংঘর্ষ শুরু হলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বিবাদে জড়ানো উভয়পক্ষ। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।
পরে মধ্যরাতে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মারধরে আহত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়ে।চবির সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। অতিরিক্ত পুলিশ আসছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক খোন্দকার মোহাম্মদ আতাউল গণি বলেন, চিকিৎসা নিতে আসা কারও মাথা ফেঁটেছে, কারও হাত-পা-কোমরসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: চবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
২২ দফা দাবিতে চবির চারুকলার শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও আন্দোলন
১ বছর আগে