যুক্তরাষ্ট্রের সহকারী সচিব নয়েস
শরণার্থী, অভিবাসন সমস্যা আলোচনায় বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের সহকারী সচিব নয়েস
যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরো’র সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েস পাঁচ দিনের বাংলাদেশ সফরে (৩-৭ ডিসেম্বর) এসেছেন।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশে সহকারী সচিব নয়েস মিয়ানমারে ক্রমবর্ধমান মানবিক সংকট থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে আশ্রয় দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৃতজ্ঞতা প্রকাশ করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
এই বিষয়ে মার্কিন প্রতিশ্রুতি তুলে ধরতে তিনি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার অংশীদারদের সঙ্গে দেখা করবেন।
আরও পড়ুন: স্বাধীন, নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়ার দৃষ্টিভঙ্গি পোষণ করে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত হাস
বাংলাদেশ সফরের পর তিনি ৭ থেকে ১০ ডিসেম্বর থাইল্যান্ডে অবস্থান করবেন। সেখানে সহকারী সচিব নয়েস থাইল্যান্ডের ঝুঁকিপূর্ণ জনসংখ্যার জন্য উদ্বাস্তু সুরক্ষা ও মানবিক সহায়তা এবং মানবিক অংশীদারদের জন্য অব্যাহত সমর্থন নিয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার অংশীদারদের সঙ্গে দেখা করবেন।
জুলিয়েটা ভালস নয়েস সিনিয়র ফরেন সার্ভিসের একজন ক্যারিয়ার সদস্য। যিনি ২০২২ সালের ৩১ মার্চ জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সেক্রেটারি অব স্টেট হন।
এর আগে, তিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ও ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: ১৮ মিলিয়নের শিক্ষা উদ্যোগ চালু করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন নিয়ে চিন্তা করে, কে জিতবে তা নয়: রাষ্ট্রদূত হাস
২ বছর আগে