আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
FIFA World Cup Qatar 2022 Argentina vs Australia Live: ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ রাউন্ড-১৬ তে আজ রাতে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (Argentina vs Australia)।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে লড়াই শেষ হয়েছে। অনেক আলোচনা-সমালোচনার পর মাঠে গড়ানো ২২তম বিশ্বকাপের শেষ ষোলোর দলগুলো চূড়ান্ত হয়েছে।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা: অবশেষে আর্জেন্টিনা রাউন্ড-১৬ তে। আজ ৩ ডিসেম্বর মাঠে নামছে মেসি বাহিনী। মেসিদের বিপরীতে খেলবে অস্ট্রেলিয়। আজ জিতলে আর্জেন্টিনা চলে যাবে কোয়ার্টার ফাইনালে।
কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের স্বীকার আর্জেন্টিনা। সি গ্রুপে সব দল যাদের বিরুদ্ধে সবচেয়ে সহজ জয়টি মনে মনে ধরে রেখেছিল তাদের বিরুদ্ধে ১-২ ব্যবধানে হারে আর্জেন্টিনা। সৌদি আরবের সাথে হেরে আর্জেন্টিনা অনেকাট বেকাদায় পড়ে যায়। যদিও পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়েই আর্জেন্টিনা রাউন্ড-১৬ মোকাবেল করতে এসেছে। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শেষ ষোলোতে এসেছে ‘ডি’ গ্রুপের রানার্স আপ হয়ে।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ সরাসরি।বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
টফি লাইভ আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। Argentina vs Australia Live FIFA world cup 2022
বাংলাদেশের অধিকাংশ ফুটবল প্রেমিক Argentina vs Australia Live Via Toffe live App এ আর্জেন্টিনা ব্রাজিলের লাইভ খেলা দেখেন। টফি অ্যাপ ফ্রিতে ফিফা বিশ্বকাপ লাইভ দেখাচ্ছে। টফি অ্যাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখতে
Toffee App লিখে গুগুল প্লে স্টোরের সার্চ করুন।
তারপর Toffee App Install করুন।
তারপর Open করুন।
তারপর Fifa live নামে অনেকগুলো বাটন দেখবেন।
আপনি প্রতমটিতে ক্লিক করলে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখতে পারবেন।
Sportzfy অ্যাপে নকআউট পর্বে আর্জেন্টিনার লাইভ খেলা।Sportzfy app এ আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া রাউন্ড অফ সিক্সটিন লাইভ দেখা যাবে। চিন্তার কারণ নেই। Sportzfy app গুগুল প্লেতে পাওয়া যায়। আপনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলে রাউন্ড অফ সিক্সটিন এর আর্জেন্টিনা, ব্রাজিলের লাইভ খেলা দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
টিভিতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা (Argentina vs Australia Live on TV)বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
পাকিস্তান: ARY Digital Network
নেপাল: Media Hub Private Limited
ভারতীয় উপমহাদেশ: Sony Network আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ।
ভারত থেকে যারা মোবাইলে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলার লাইভ দেখার কথা ভাবছেন তাদের জন্য JioCinema মোবাইল এপ সমাধান। প্লে স্টোর থেকে JioCinema এপসটি ডাউনলোড করে তারপর আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলাটি উপভোগ করুন।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখার সকল মোবাইল এ্যাপস( Argentina vs Australia Live on Apps)
২ বছর আগে