সাংবাদিকদের সমালোচনা
রাজশাহীতে বিএনপির র্যালি ‘মিডিয়া কার্ডে’ খালেদা-তারেকের ছবি ব্যবহারে সাংবাদিকদের সমালোচনা
রাজশাহীতে শনিবারের গণসমাবেশ কভার করা সাংবাদিকদের বিএনপির শীর্ষ নেতাদের ছবিসহ প্রেস কার্ড পরতে বাধ্য করার জন্য স্থানীয় সাংবাদিকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
দলের সমাবেশকে সামনে রেখে গতকাল শুক্রবার সাংবাদিকদের মাঝে এই প্রেস কার্ড বিতরণ করা হয় এবং কার্ড পরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে বলা হয়।
এই শর্তে ক্ষুব্ধ হয়ে কিছু সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের ছবি প্রেস কার্ডে ব্যবহার করা নিয়ে আপত্তি তুলেছেন, কারণ তিনি একজন 'দোষী সাব্যস্ত পলাতক' আসামি।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘অন্যান্য দলের সমাবেশের বিপরীতে, সাংবাদিকদের জন্য দলীয় কার্ড বাধ্যতামূলক করার এই নির্দেশনা সত্যিই অপমানজনক।
আরও পড়ুন: রাজশাহীতে সমাবেশস্থলের ৫ কিলোমিটার জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ
প্রেস কার্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে।
তারেক, যিনি এখন লন্ডনে বসবাস করছেন, তাকে বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
দলীয় নেতাদের ছবি ব্যবহারের এই কথা উল্লেখ করে রফিকুল বলেন, ‘সাংবাদিকদের এই কার্ড ব্যবহার করে অনুষ্ঠান কভার করার বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে- তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতৃত্বকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলা করা হয়।
তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় এফবিআইয়ের এক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের বিরুদ্ধে দেশে আগুন সন্ত্রাসে উসকানি দেয়ার অভিযোগও আনা হয়েছে। এই অগ্নি সন্ত্রাসে অনেকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু
রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দিতে হাজারো নেতাকর্মীর ঢল
২ বছর আগে