মিনিবাসচাপা
মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
মৌলভীবাজারে মিনিবাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। শহরের সিলেট-মৌলভীবাজার সড়কের সরকারি খাদ্য গুদামের সামনে এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সাত বছরের শিশু কন্যা গুরুতর আহত হয়েছে।
নিহত রাহেলা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরগাও গ্রামের জুনেদ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নিহত রাহেলা বেগম রিকশা থেকে নামামাত্র দ্রুতগামী একটি মিনিবাস পেছন দিক থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় তার শিশু সন্তান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছুনুল হক জানান, ঘটনার পর মিনিবাস রেখে চালক পালিয়ে যায়। পরে মিনিবাস আটক করে থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
আসাদগেটে গাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত ২
চুয়াডাঙ্গায় আতশবাজি ফোটানোর সময় আর্জেন্টিনা সমর্থক আহত
২ বছর আগে