নগর বাউল
প্রাণের শহরকে মাতাল ১৬ ব্যান্ড
হেমন্তের সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুক্রবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হল ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’। পারফর্ম করেছে দেশসেরা ১৬টি ব্যান্ড।
মঞ্চে দেখা গেছে নগর বাউল থেকে শুরু করে মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক। ছিল অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ এর মতো দলগুলো।স্বভাবতই কনসার্টটি নিয়ে শ্রোতা দর্শকের উত্তেজনা চরমে। অগ্রিম টিকেট পেতেও লক্ষ্য করা গেছে দর্শকের হুড়োহুড়ি।
আয়োজনটির প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানিয়েছেন, নির্ধারিত সময়েই আর্মি স্টেডিয়ামের দরজা খুলে দেয়া হয়। দুপুর থেকেই শুরু হয় কনসার্ট। চলে মধ্যরাত পর্যন্ত।
আরও পড়ুন: বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্টের উদ্বোধন
২ বছর আগে