গুইমারা
গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈদের দিনে খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় আলী হোসেন ও মেহেদী হাসান পায়েল নামে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বটতলী ও বড়পিলাক এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে গুইমারার বটতলী এলাকায় একটি মোটরসাইকেলকে শান্তি পরিবহনের বাস চাপা দিলে আলী হোসেন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে, উপজেলার বড়পিলাক এলাকায় মেহেদী হাসান পায়েল মোটরসাইকেল থেকে পড়ে গেলে অপরদিক থেকে আসা আরেকটা মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মেহেদী হাসান পায়েল বড়পিলাক এলাকায় মৃত জামাল হোসেনের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৮ মাস আগে
খাগড়াছড়িতে ৭ বাসে ভাঙচুর
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইলাছড়িতে সাতটি বাসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহনসহ ঢাকাগামী বিভিন্ন পরিবহনের সাতটি বাসে ভাঙচুর চালায় একদল দুর্বৃত্তরা।
এ ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। হামলার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন: ঢাকার মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন
হরতালে চট্টগ্রামে ৩ বাসে আগুন
১ বছর আগে
খাগড়াছড়িতে পর্যটক রমজান হত্যা: নাগরিক পরিষদের বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ির গুইমারাতে পর্যটক রমজান আলীকে জবাই করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সকালে জালিয়াপাড়া চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুইমারা উপজেলা সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে গৃহিণী নিহত
সংগঠনটির জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মজিদ।
বক্তারা অভিযোগ করেন, গত ২রা ডিসেম্বর রাতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির রজত জয়ন্তীর দিন গুইমারা উপজেলার পংক্ষীমুড়া এলাকায় পর্যটক রমজান আলীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে দ্রুত সেনাক্যাম্প পুনরায় স্থাপনের দাবি জানান।
আরও পড়ুন: খাগড়াছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২, আহত ৩
খাগড়াছড়িতে অবৈধ ৫ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
২ বছর আগে