আ.লীগের সমাবেশ
চট্টগ্রামে আ.লীগের সমাবেশ: প্রধান অতিথির বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দীর্ঘ ১০ বছর পর রবিবার চট্টগ্রামে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সমাবেশের প্রস্তুতি পুরোদমে চলতে থাকায় শনিবার বন্দর নগরী উৎসবমুখর হয়ে উঠেছে।
বিশাল জনসমাবেশের প্রধান স্থান পলো গ্রাউন্ডে ১৬০ ফুট নৌকা আকৃতির মঞ্চ নির্মাণ করা হচ্ছে। এই মঞ্চেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিবেন বলে আশা করা হচ্ছে।
এ সমাবেশটির আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
আ.লীগ প্রধানকে উৎসব মুখর পরিবেশে স্বাগত জানাতে প্রস্তুত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম।
আ.লীগ নেতারা বলেন, শেখ হাসিনার আগমনে শুধু চট্টগ্রাম নয়, গোটা অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ সবসময় ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়: প্রধানমন্ত্রীকে ভারতীয় হাইকমিশনার
শনিবার সমাবেশস্থল পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, এটি হবে বিশাল সমাবেশ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির বলেন, আগামীকাল দলীয় সভাপতির উপস্থিতিতে জনসভা করতে চট্টগ্রাম আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, শেখ হাসিনাকে স্বাগত জানাতে চট্টগ্রাম আওয়ামী লীগ ও জনগণ পুরোপুরি প্রস্তুত।
তিনি বলেন, আগামীকাল চট্টগ্রাম শহর জনসমুদ্রে পরিণত হবে।
সমাবেশ থেকে চট্টগ্রাম আ.লীগ তার সাংগঠনিক শক্তি প্রদর্শন করবে এবং যে কোনো অপশক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন, সব উন্নয়ন কাজ শেষ হলে চট্টগ্রাম বিশ্বমানের উন্নত শহরে পরিণত হবে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে।
নগরীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর পোস্টার ও ব্যানার সংবলিত রঙিন তোরণ নির্মাণ করা হয়েছে।
নগরীর জামাল খান, কাজীর দেউড়ি, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানের হাট, কদমতলী, নিউমার্কেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে বিলবোর্ড, ব্যানার, বেলুন, ফেস্টুন ও পোস্টার টাঙিয়েছেন নেতারা।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। এরই অংশ হিসেবে যশোর স্টেডিয়ামে প্রথম জনসভা করেন তিনি।
যশোরে জনসভার মধ্য দিয়ে শুরু হয়েছে ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রচারণা।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ইতিহাস সৃষ্টি করবে: আ.লীগ
আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় আরেকটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
এসব জনসভায় দলের সভানেত্রী তার দলের নেতাকর্মীদের পাশাপাশি জনগণকে নতুন বার্তা দেন।
বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে একদিনের সফরে রবিবার সকালে চট্টগ্রামে পৌঁছাবেন শেখ হাসিনা।
সফরকালে শেখ হাসিনা ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রেসিডেন্ট প্যারেড-২০২২-এ অংশ নিবেন। তিনি বিএমএতে পাসিং আউট প্যারেডে অভিবাদনও নেবেন।
সরকার চট্টগ্রামের জন্য ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে যা এখন বাস্তবায়নাধীন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প পার্ক, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, চায়না ইকোনমিক জোন, কোরিয়ান ইপিজেড, মহেশখালীর চারটি প্রকল্প— অর্থনৈতিক অঞ্চল, এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ, চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে চার লেনে উন্নীতকরণ, লালখান থেকে বিমানবন্দর সড়কে ফ্লাইওভার, চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল।
সমাবেশকে সামনে রেখে ফুটপাত পরিষ্কার ও রং করা, রঙিন আলো দিয়ে ফ্লাইওভার সাজানো এবং বিভিন্ন এলাকার জরাজীর্ণ রাস্তা মেরামতসহ বিভিন্ন সড়কে সৌন্দর্যবর্ধনের কাজ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা
২ বছর আগে