মৃত্যুশূন্য দিন,
ডেঙ্গু: মৃত্যুশূন্য দিন, নতুন শনাক্ত ৩৫১
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৫১জন।
এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৫৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪২৬
আক্রান্তদের মধ্যে ২০৭জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৪৪জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৭১০জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ঢাকার ৯৩৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৭৭৭ জন রোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৮ হাজার ২০৯জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ১০জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ হাজার ১৯৯জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৬ হাজার ২৪৫জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদের মধ্যে ৩৫ হাজার ৯২২জন ঢাকার এবং বাকি ২০ হাজার ৩২৩জন ঢাকার বাইরের বাসিন্দা।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন পার করল দেশ
দেশে ডেঙ্গুতে শনাক্ত ২২১
১ বছর আগে