কর আইন
কর আইন, বিদেশি বিনিয়োগ বিষয়ক ৫ম বিএমসিসিআই লিগালটক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর কর আইন ও বিদেশি বিনিয়োগ সংক্রান্ত পঞ্চম লিগ্যালটক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীতে এই সেমিনারের আয়োজন করে বিএমসিসিআই।
আরও পড়ুন: ইতালির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী
সেমিনারে আলোচনা করেন তানজিব আলম অ্যান্ড অ্যাসোসিয়েটসের চেম্বার প্রধান ব্যারিস্টার তানজিব আলম।
বিএমসিসিআই’র মহাসচিব মোতাহের হোশান খান অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
তানজিব আলম বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশকে উদীয়মান হিসেবে বিবেচনা করে না। একই সঙ্গে আমাদের দেশে বিনিয়োগকারী অন্যান্য কোম্পানিগুলো তাদের অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে নিরুৎসাহিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বিনিয়োগ-সংক্রান্ত আইন একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিনিয়োগকারীরা সহজে তাদের মুনাফা পেতে পারে না। সরকারি দপ্তরের অ-পেশাদারী আচরণের কারণে বিনিয়োগকারীরাও উৎসাহ হারিয়ে ফেলেন। ’
অনুষ্ঠান শেষে বিএমসিসিআই সভাপতি সৈয়দ আলমাস কবির ও অতিথিরা অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
আরও পড়ুন: বাংলাদেশের শিক্ষা খাতে ৩ বছরে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি
বাংলাদেশ ও ইরানের বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সম্পর্ক জোরদারের আলোচনা
২ বছর আগে