শিলচর-সিলেট
শিলচর-সিলেট ফেস্টিভ্যালে সিলেটের প্রতিনিধিদল
ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও আসাম সরকারের সহযোগিতায় আসামের শিলচরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শিলচর সিলেট ফেস্টিভ্যাল-২০২২ এ যোগদান করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধি ও সাংবাদিকরা।
ভারতের স্বাধীনতার ৭৫ বছরপূর্তি উপলক্ষে গত ০২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ফেস্টিভ্যালে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে ৩৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল গিয়েছেন।
ফেস্টিভ্যাল এর দ্বিতীয় দিন শনিবার(০৩ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত ট্রেড এন্ড কমার্স সেশনে সভাপতিত্ব করেন মিজোরাম এর গভর্নর কম্ভাপতি হরি বাবু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, আসাম সরকারের পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: ‘ও ফ্যান’ ফেস্টিভ্যালের বিজয়ীদের নাম ঘোষণা, যাচ্ছেন দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে
২ বছর আগে