ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এই ম্যাচের মধ্য দিয়ে লিটন দাস বাংলাদেশের ১৫তম ব্যক্তি হিসেবে ওয়ানডে অধিনায়কত্ব শুরু করেন। কুঁচকির ইনজুরির কারণে নেতৃত্ব দেয়া থেকে পিছিয়ে গেলেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।
এক বছরেরও বেশি সময় পর ঢাকায় এটাই প্রথম ওয়ানডে ম্যাচ।
আরও পড়ুন: ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সুযোগ পেয়ে ‘উচ্ছ্বসিত’ লিটন
এই ম্যাচে তিন পেসার হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেনকে মাঠে নামিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় স্পিনার মেহেদী হাসান মিরাজ।
ভারতের হয়ে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার কুলদীপ সেনের। এ পর্যন্ত ১৩টি লিস্ট-এ ম্যাচে তার ২৫ উইকেট রয়েছে।
বাংলাদেশ ও ভারত ৩৬টি ওয়ানডেতে মুখোমুখি হয়, যার মধ্যে ভারত ৩০টিতে ও বাংলাদেশ মাত্র পাঁচটিতে জয়লাভ করে। একটি ম্যাচ ছিল ফলাফল শূন্য। যা স্বাভাবিকভাবেই দল দুইটির মধ্যে বেশ ব্যবধান প্রমাণ করে। তবে এর আগে প্রেস মিটিংয়ে বলেন যে বাংলাদেশের মাটিতে খেলা হলে বাংলাদেশ দল বেশ শক্তিশালী হিসেবেই প্রতীয়মান হয়।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।
ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।
আরও পড়ুন: ওয়ানডেতে আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দিবে লিটন
২ বছর আগে