প্রধানমন্ত্রীর সমাবেশ
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সমাবেশে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় অজ্ঞান হয়ে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ আওয়ামী লীগের জনসভাস্থলে এ ঘটনা ঘটে।
মৃত জহিরুল ইসলাম বাচা (৪৭) জেলার চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ গ্রামের আওয়ামী লীগ নেতা।
আরও পড়ুন: ইবিতে পিলারের আঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু!
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে পলোগ্রাউন্ডের সভা থেকে জহিরুল ইসলাম নামে একজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এদিকে সমাবেশস্থলে থাকা সংবাদকর্মীরা জানান, দুপুরে সমাবেশ স্থলে শ্লোগান দিতে দিতে অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান জহিরুল। পরে নেতাকর্মীরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
২ বছর আগে