চাচার বাড়ি
চাচার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো সুরভী!
নরসিংদীতে চাচার বাড়িতে বেড়াতে আসা তরুণীর ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার বাহাদুর মিয়ার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কৃষ্ণসাগরে জাহাজে আগুন লেগে ১৪ নাবিকের মৃত্যু
নিহত সুরভী আক্তার (২৮) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।
এর আগে শনিবার দুপুরে ব্যাংক কলোনীতে তার চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসে তরুণী।
পুলিশের ধারণা, শনিবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। এদিকে, ঘটনার পর থেকে সুরভীর দূর সম্পর্কের চাচা বাহাদুর মিয়া পলাতক রয়েছেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, সুরভীর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে নিহত ৩
মতিঝিলে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত
২ বছর আগে