জয়নুল আবেদীন পার্ক এলাকা
ব্রহ্মপুত্র থেকে যুবকের লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদের ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তাজমিরের বাড়ি জামালপুর জেলায়।
আরও পড়ুন: চাচার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো সুরভী!
কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, স্থানীয়রা দুপুরে জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদের ঘাটে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। উদ্ধারের পর লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ মৃত তাজমিরের বাবা আব্দুল্লাহ বাবুর বরাত দিয়ে জানান, তার ছেলে তাজমির কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সে ময়মনসিংহের মারকাস মসজিদের এস্তেমায় যোগ দিতে এসেছিল। সেখান থেকে শনিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে আসে। পরে গতকাল থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রবিবার পুলিশের লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে তার লাশ দেখতে পায়।
এ ব্যাপারে তাজমিরের বাবা আব্দুল্লাহ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
জৈন্তাপুরে যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে