তদন্তে অগ্রগতি
ফারদিন হত্যার তদন্তে অগ্রগতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর হত্যা মামলার তদন্তকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অগ্রগতি করেছে। বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘র্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা হত্যার পেছনের উদ্দেশ্য খুঁজে বের করে দোষীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে কাজ করছে।’
আরও পড়ুন: ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
র্যাবের এই মিডিয়া পরিচালক জানান, ফারদিনকে হত্যার আগে তিনি যেসব স্থানে গিয়েছিলেন, সেখানে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছে র্যাব সদস্যরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে র্যাব।
ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।
নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে পুলিশ।
ময়না তদন্তকারী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ওই দিনই ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় ছেলের হত্যার ঘটনায় মামলা করেন এবং পরে মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের চনপাড়ায় ফারদিনকে হত্যা করা হয়নি: পুলিশ
ফারদিন হত্যা: রিমান্ড শেষ, বুশরা জেলে
১ বছর আগে