ছিটকে পড়ে
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আব্দুর রহমান নামে ছয় মাসের শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুর রহমান দুর্লভপুর ইউনিয়নের কালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মোটরসাইকেল করে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে যায় শিশুটি।
তিনি আরও বলেন, এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন শিশুর মা। শিশুর মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
খবর পেয়ে পুলিশ ট্রাক্টরটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন: মাকে হত্যার দায়ে ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৪ মাস আগে
লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার (১৬) স্থনীয় শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
এদিকে দুর্ঘটনার পর ওই লেগুনার চালককে গ্রেপ্তারের দাবিতে লালপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মুক্তার সহপাঠীরা।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তা যাত্রীবাহী একটি লেগুনায় চড়ে পাশের গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল।
লালপুর বেড়ি বাঁধে পৌঁছালে লেগুনা থেকে নামতে গেলে ড্রাইভার গাড়ী টান দিলে হঠাৎ ছিটকে পড়ে সে মাথা ও বুকে গুরুতর আঘাত পায়।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘটনাটি জানার পর তিনি ও থানা-পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থল পরিদার্শনে যান।
এছাড়া লেগুনাটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পর লেগুনার চালক পালিয়ে গেছেন। চালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মুক্তার মৃত্যুতে শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চালককে দায়ী করে বিচারের দাবিতে বিক্ষোভে করছে। ঘণ্টাব্যাপী তাদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলে। পরে পুলিশ আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসংগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ইউএনবি কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে অভিযান চলছে।
নিহতের আত্মীয় স্বজনরা তার লাশ ময়না তদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে যেতে চায়।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
১ বছর আগে