৩০তম জাতীয় কাউন্সিল
সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।
এ কাউন্সিলকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
এদিকে এই কাউন্সিলকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিলে যোগ দেন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। ফলে জনসমুদ্রে পরিণত হয়েছে ঐতিহাসিক এই পার্কটি।
আরও পড়ুন: অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তারা বিশেষ সুযোগ পেতে পারেন: প্রধানমন্ত্রী
ছাত্রলীগের কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৫৪ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৫৮ জন রয়েছেন বলে জানিয়েছেন পরিষদের নির্বাচন কমিশনার শামস-ই-নোমান।
এর আগে আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুই দিনব্যাপী ছাত্রলীগের এই জাতীয় কাউন্সিল হওয়ার কথা ছিল।
পরে ১৫ নভেম্বর (মঙ্গলবার) সম্মেলনের তারিখ ৩ ডিসেম্বর থেকে পরিবর্তন করে ৮ ডিসেম্বর করা হয়।
আরও পড়ুন: অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন, স্বাস্থ্য-শিক্ষার জন্য সম্পদ ব্যবহার করুন: বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী
কক্সবাজারে ২৮ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১ বছর আগে